Monday, April 15, 2019

কিভাবে android app বানানো যায়
কিভাবে andoid app বানানো যায়? এই প্রশ্নটা একবার হলেও আপনার মনে হয়েছে অতবা আপনি চিন্তা করেন আসলে কিভাবে app গুলো বানায় এই সকল চিন্তা ভাবনা আপনার মন থেকে একদম সরিয়ে দেবে এই টিউটরিয়াল ত চলুন কথা না বাড়িয়ে ডুকে পড়ি এপপস ডেবলাপমেন্ট এর দুনিয়ায়।প্রফেশনাল এপপ ডেবলাপার

আমরা সকলেই প্রায় অনলাইনে শপিং করে থাকি শপিং করার ক্ষেত্রে যেই ধরনের android app আমরা ব্যবহার করি সেগুলো কে প্রফেশনালা এপপ বলা হয় এধরনের আর অনেক এপপস আছে যেমন পাটাও এবং উবার এর এপপ। এই ধরনের এপপ যদি বানাতে চান তাহলে আপনাকে প্রফেশনাল এপপ ডেবলাপার হতে হবে।এখন কিভাবে হবেন একজন প্রফেশনাল android apps ডেবলাপার, একজন এপপ ডেবলাপার হতে হলে আপনাকে জাভা প্রগ্রামিং শিখতে হবে এবং এন্ড্রয়েড স্টুডিও শিখতে হবে যখন এগুলো শিখে ফেলবেন তখন আপনি হয়ে যাবেন একজন প্রফেশনাল android apps  ডেবলাপার।


ওয়েবসাইট এর মাধ্যমে কোডিং ছাড়া android apps ডেবলাপমেন্ট


thunkable kodular appybuilder এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি বিনা কোডিং দক্ষতা ছাড়া android app ডেবলাপ করতে পারবেন। কিন্তু এই ওয়েবসাইট গুলো দিয়ে এপপস  বানিয়ে আপনি নিজেকে একজন প্রফেশনাল এপপ ডেবলাপার বলতে পারবেন না।এই ধরনের ওয়েবসাইট দিয়ে আপনি এপপ বানিয়ে গুগল প্লে স্টোর এ আপলোড দিতে পারবেন না কারন গুগল এই ধরনের এপপস গুলা সাপোর্ট করে না।

এপপস ডেবলাপমেন্ট  এ ক্যারিয়ার


আপনি যদি android apps ডেবলাপমেন্ট এ নিজের ক্যারিয়ার গড়তে চান অতবা একটা আয়ের পথ তৈরী করতে চান তাহলে আপনাকে ১ বৎসর সময় ব্যয় করতে হবে এন্ড্রয়েড এপপস ডেবলাপমেন্ট শিখার জন্য।একবার আপনি শিখে গেলে আর আপনাকে পেছনে ফিরে থাকাতে হবে না কারন পুরো পৃথিবী জুড়ে রয়েছে এন্ড্রয়েডের রাজত্ব।

এন্ড্রয়েড এপপ ডেবলাপমেন্ট করে কেমন আয় হবে?


আপনি বিভিন্ন ভাবে আয় করতে পারেন যেমন কোন কোম্পানীর অধিনে কাজ করে অথবা ফ্রিল্যান্সিং করেও আয় করতে পারেন তাছাড়া এপপ বানিয়ে প্লে স্টোর এ আপলোড করে গুগল এডমুভ এর মাধ্যমে ঘরে বসে আয় করতে পারবেন।পাসপোর্ট করার নিয়মাবলী

4 comments:

  1. tnku vaijan anak sundor
    article

    ReplyDelete
  2. অনেক সুন্দর একটি তথ্য

    ReplyDelete